মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

নান্দাইল উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৭ পিএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নান্দাইল উপজেলার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) জুম্মা নামাজের পরপর নান্দাইল পৌর সদরের চারিআনি পাড়া মহল্লার নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে নান্দাইল মডেল থানা পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহাম্মেদ জানান, তার বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত