শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কুম্ভমেলায় যাওয়ার পথে বাসচাপায় ১০ জন নিহত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৪ এএম

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার সময় বাসের নিচে চাপা পড়ে ১০ জন ভক্ত নিহত হয়েছেন। এ দুর্ঘটনায়  আরও ১৯ জন আহত হয়েছেন।

আজ শনিবার প্রয়াগরাজ–মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এই ভক্তরা ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করার উদ্দেশ্যে তারা  কুম্ভমেলায় আসছিলেন।

এদিকে, দুর্ঘটনার বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জানানো হয়েছে। তিনি দ্রুত চিকিৎসা ও অন্যান্য সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত