শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

দেড় বছর পর গোল করলেন নেইমার; পেলেন প্রথম জয়

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৮ পিএম

অবশেষে ব্রাজিল সুপারস্টার নেইমারের পায়ের স্পর্শে বল ঢুকল জালে। ঘুচল ৫০২ দিনের অপেক্ষা। ২০২৩ সালের ৩ অক্টোবরের পর নেইমরের পায়ে আর কোনো গোল দেখা যায়নি। ইনজুরির কারণে দীর্ঘ সময় তিনি মাঠের বাইরে ছিলেন। অবশেষে রবিবার রাতে সান্তোসের হয়ে গোল করেছেন অ্যাগুয়া সান্তার বিপক্ষে।

সৌদি ক্লাব আল নাসর থেকে নিজ দেশের ক্লাব সান্তোসে যাওয়ার পর এই প্রথম গোল করলেন নেইমার। ম্যাচের ১২ মিনিটে বক্সের ভেতর ড্রিবল করে ঢোকার চেষ্টার সময় তিনি ফাউলের শিকার হয়েছিলেন। স্পট কিকে গোল করে তিনি দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত সান্তোস ম্যাচ জিতেছে ৩-১ গোলে।

সান্তোসে ফেরার পর এটি নেইমারে প্রথম জয়। এর আগে শৈশবের ক্লাবটির হয়ে তিনটি ম্যাচ খেলেছেন নেইমার, তার মধ্যে দুই ম্যাচ ড্র হয়েছে, অন্যটিতে হার। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার সর্বশেষ গোলটি করেছিলেন ২০২৩ সালের অক্টোবরে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল হিলালের হয়ে নাসাজি মানজাদারানের বিপক্ষে।

২০০৯ সালে প্রথম দফায় সান্তোসে যোগ দিয়েছিলেন নেইমার। সেখান থেকেই তার উত্থানের শুরু। পরে ২০১৩ সালে চলে যান বার্সেলোনায়। এই সময়ের মধ্যে সান্তোসের হয়ে ২২৫ ম্যাচে করেছিলেন ১৩৮ গোল। লাগাতার চোটের কারণে সৌদি ক্লাব আল হিলাল তাকে ছেড়ে দেওয়ায় আবারও শৈশবের ক্লাবে এসেছেন নেইমার।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত