সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে ব্যাপক পরিচিতি পাওয়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. তাসনিম জারা নিজেকে নিয়ে প্রচার হওয়া বেশ কিছু বিষয়ে কথা বলেছেন।
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা বর্তমান সরকারের একজন উপদেষ্টার স্বজন, ছাত্র শিবিরসহ অন্য রাজনৈতিক দলে সম্পৃক্ত ছিলেন, সম্প্রতি এমন প্রচারণা ছড়িয়ে পরে। সেসব বিষয়েই কথা বলেছেন তরুণ এই চিকিৎসক ও রাজনীতিক।
সোমবার (১৭ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব বিষয়ে একটি পোস্ট দেন তিনি।
পোস্টে তাসনিম জারা লিখেন, আওয়ামী লীগ ও একটি মহল আমাকে নিয়ে কতগুলো রিডিকিউলাস (হাস্যকর) মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এক্ষেত্রে সত্য হলো উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমার চাচি বা চাচাতো বোন নয়।
রাজনৈতিক দলে যুক্ত থাকা প্রসঙ্গে ডা. তাসনিম জারা বলেন, আমি কখনোই শিবির করিনি। এমনকি আমি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত ছিলাম না।
তিনি আরও বলেন, পাইলস, যৌনরোগ, মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট আমি অনলাইনে বিক্রি করি না। আমার ছবি ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।