বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সেই পরিচালককেই বিয়ে করছেন মেহজাবীন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩ পিএম

নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেম চলছিল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। শোবিজের কারোর সেই খবর অজানা নয়। এবার সেই সম্পর্ককেই বিয়েতে রূপ দিচ্ছেন এই জুটি। চলতি মাসেই রাজীবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন মেহজাবীন। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকেই জানা গেছে এ তথ্য। 

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মেহজাবীন-রাজীব। এর একদিন আগে সম্পন্ন হবে গায়ে হলুদ। বর্তমানে ঢাকার অদূরে এক রিসোর্টে চলছে বিয়ের আয়োজন। 

রাজীবের সঙ্গে সম্পর্ক নিয়ে শুরু থেকেই নীরব ছিলেন মেহজাবীন। বিয়ের খবরেও একইরকম নিশ্চুপ। তবে দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

২০১৯ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণি বিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে।

রাজীব প্রযোজিত ও পরিচালিত নাটক, বিজ্ঞাপনচিত্র এবং সিনেমায় অভিনয় করেছেন মেহজাবীন। তবে প্রেমের বিষয়ে কখনো মুখ খুলেননি। ২০০৯ সালে লাক্সের একটি প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবিন। এরপর থেকে নিয়মিত অভিনয় করে আসছেন। এদিকে তার বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনে তাদের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বেশ খুশি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত