সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ভোটাধিকার ধ্বংসকারীদের দেশে ভোট করার অধিকার নেই: সোহেল

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৮ পিএম

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, যারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। তরুণ ভোটারদের প্রথম বার ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছেন। ভোটের ব্যবস্থা ধ্বংস করেছেন, বাংলাদেশের মাটিতে তাদের ভোট করার কোনো অধিকার নাই।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনি যে কয়টি বছর ক্ষমতায় ছিলেন। আপনি একটি নির্বাচন দেখান যে নির্বাচন বিতর্কের বাহিরে ছিল। কত ভুয়া, জালিয়াতির নির্বাচনের মাধ্যমে আপনি-আপনার ক্ষমতাটা ধরে রেখেছিলেন। ২০১৪ সালের নির্বাচনে কেউ ভোট দিতে পেরেছেন। ভোট ছাড়াই ১৫৪টি এমপি। ভোট কেন্দ্রে ভোটার নেই। আর ২০১৮ সালের নির্বাচনে রাতের বেলায় ভোট। আর ২০২৪ সালে আমি এবং ডামি নির্বাচন। গোটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন শেখ হাসিনা।

কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও উপজেলা বিএনপির আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম প্রমুখ ।
 
হাবিব-উন-নবী খান সোহেল বলেন, আমার দৃষ্টিতে শেখ হাসিনা দেশের সবচেয়ে বেশি ক্ষতিটা করেছেন। আমরা যারা ৯০- এর স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, কত কষ্ট করেছি, কত ত্যাগ-তিতীক্ষা, আমাদের হাতেই কত সহযোদ্ধা ভাইয়ের মৃত্যু হয়েছে, কত রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত করেছিলাম বাংলাদেশকে। দেশে মোটামুটি একটা নির্বাচনী ব্যবস্থার মধ্যে চলে এসেছিল। তিনটি নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য ছিল। গোটা নির্বাচনী ব্যবস্থাকে আপনি (শেখ হাসিনা) ধ্বংস করে দিয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ সাদা দুই বছরের জন্য নির্বাচিত হন। 

অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মঞ্জুরুল হক মঞ্জু দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সভাপতি  এবং কাউন্সিলরদের ভোটে আতিকুর রহমান সাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত