সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

‘ভোটের অধিকার ফিরিয়ে দেন’ ড. ইউনূসকে আব্দুস সালাম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৩ পিএম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, ড. ইউনুস অনেক সময় নষ্ট করেছেন। আর সময় নেই। সংস্কার এখনো হয়নি। আপনাকে দিয়ে তেমন কিছু সম্ভব হবে না। তবে বিএনপি চায় যাতে আপনি ব্যর্থ না হন। আমরা শেখ  হাসিনাকে বিদায় করেছি। তার সরকার ছিল ভারতীয় নির্বাচিত সরকার, যারা ভোটের অধিকার ছিনতাই করেছিল। আপনি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা যে লুটপাট করেছে তাতে দুটো বাজেট হয়ে যেত উল্লেখ করে মোহাম্মদ আব্দুস সালাম বলেন, যতটুকু সংস্কার দরকার ততটুকু নির্বাচন কমিশনের দায়িত্বে দিতে হবে। সংস্কার করতে হবে যাতে আগামী নির্বাচনে কালো টাকা না আসতে পারে। হাসিনার আমলে দেশ সংস্কারে ৩১ দফা দিয়েছিল তারেক রহমান। সেখানে লেখা আছে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা হবে না, রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাখতে হবে। এদেশে পরপর দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এখন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন। ৬ মাস হয়েছে আওয়ামী সিন্ডিকেট এখনো ভাঙেনি। শেখ হাসিনা ও তার দোসররা যারা আন্দোলন দমানোর নামে গণহত্যা চালিয়েছে, সেসব মামলা শুরু হয়নি। ৬ মাস চলে গেছে, আপনারও সময় হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় নেই তবু কোন বিশৃঙ্খলা যাতে না হয়, তাই তারেক রহমান সকল নেতাকর্মীকে শান্ত করে রেখেছেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম আলীম, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, কাহালু-নন্দীগ্রামের সাবেক এমপি ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, শেরপুর থানা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরুসহ আরো অনেকে।

জনসভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম ও সহিদ উন নবী সালাম। এদিন দুপুর ২টা থেকে আলতাফুন্নেছা মাঠে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে বিশাল জনসভাকে পরিপূর্ণ করে তোলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত