আফগান ক্রিকেটের অন্যতম সেরা তারকা মোহাম্মদ নবি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারেন। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন ৪০ বছর বয়সী অলরাউন্ডার। তবে এখন জানিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন তিনি।
শুধু তাই নয়, নবির আরও একটি বিশেষ স্বপ্ন—একদিন জাতীয় দলে নিজের ছেলে হাসান ইসাখিলের সঙ্গে খেলতে চান তিনি।
নভেম্বরে ঘোষণা দিয়েছিলেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন। তবে সম্প্রতি আইসিসির সঙ্গে আলাপে ইঙ্গিত দিয়েছেন, সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।
তিনি বলেন, 'ওয়ানডেতে এটা (চ্যাম্পিয়ন্স ট্রফি) আমার শেষ নাও হতে পারে, হয়তো ওয়ানডে কম খেলব এবং তরুণদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেব। আমি সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছি এবং সর্বোচ্চ পর্যায়ের ম্যাচগুলোতে হয়তো আমাকে দেখা যাবে, হয়তো নয়, সবকিছু নির্ভর করছে আমার ফিটনেসের ওপর।'
নবির ছেলে হাসান ইসাখিল একজন প্রতিভাবান টপ-অর্ডার ব্যাটসম্যান। ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে খেলেছেন তিনি। বাবার স্বপ্ন, একদিন জাতীয় দলের জার্সিতে হাসানের সঙ্গে মাঠে নামবেন।
এ বিষয়ে তিনি বলেন, 'এটা আমার স্বপ্ন। আশা করি, আমরা তা পারব। সে খুব ভালো করছে... কঠোর পরিশ্রম করছে এবং আমি তাকে আরও অনুপ্রাণিত করছি।'
তিনি আরও বলেন, 'আমি চাই সে নিজের লক্ষ্য তৈরি করুক, সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটার হতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে। ৫০ বা ৬০ রান যথেষ্ট নয়, একশর বেশি রান করতে হবে। যখন সে আমার সঙ্গে কথা বলে, তখন তাকে খেলার জন্য আত্মবিশ্বাস জোগাতে পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমি।'
আফগানিস্তান এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘বি’ গ্রুপে পড়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। বড় মঞ্চের জন্য নিজের প্রস্তুতি ভালো হয়েছে বলে মনে করছেন নবি, 'আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলায় ব্যস্ত ছিলাম, সেখানে চ্যাম্পিয়ন হয়েছি ফরচুন বরিশালের হয়ে। আবু ধাবিতে জাতীয় দলের সঙ্গে তিনটি অনুশীলন সেশন করেছি, তাই আমি ভালো অবস্থায় আছি।'
তিনি আরও যোগ করেন, 'বিপিএলের ফাইনালে কঠিন অবস্থা থেকে দলকে জেতানোর অভিজ্ঞতা আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে। পুরো টুর্নামেন্টে আমরা সত্যিই ভালো করেছি এবং আমার পারফরম্যান্সও ভালো ছিল, বোলিং-ব্যাটিং উভয় ক্ষেত্রেই। চার-পাঁচটি ম্যাচে আমি ম্যাচ শেষ করে এসেছি, যা আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।'
আগামী শুক্রবার করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। নাবি কতদিন ওয়ানডে খেলবেন, সেই প্রশ্নের উত্তর হয়তো মিলবে এই টুর্নামেন্টেই।