টানা দ্বিতীয়বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) বর্ষসেরা প্রতিবেদক (২০২৪) নির্বাচিত হয়েছেন দেশ রূপান্তর প্রতিনিধি নাঈমুর রহমান রিজভী। ১৭ ফেব্রুয়ারি (সোমবার) কুবি সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
বর্ষসেরা প্রতিবেদকদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাভিশনের প্রতিনিধি মুরাদুল মোস্তাকিম এবং তৃতীয় স্থান অর্জন করেছেন দৈনিক সংবাদের চৌধুরী আবদুল্লাহ মাসাবিহ। এছাড়াও কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এর সাধারণ সম্পাদক সাঈদ হাসানের সঞ্চালনায় এবং সভাপতি জুবায়ের রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কুবিসাস উপদেষ্টা অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান।
এছাড়া প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিশেষ আলোচক ছিলেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল।