বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

চট্টগ্রামে মজিবুর রহমান মঞ্জু

ড. ইউনূস স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু বাস্তবায়নে দৃঢ়তা নেই

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ড. ইউনূস আমাদের স্বপ্ন দেখাচ্ছেন। কিন্তু স্বপ্ন বাস্তবায়নে তার দৃঢ়তার ছাপ নেই। আমরা তার কাছ থেকে আরও সাহসী পদক্ষেপ প্রত্যাশা করি। সোমবার কাজির দেউড়িতে এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত ‘দ্বিতীয় প্রজন্মের রাজনীতি কেমন হওয়া চাই’ শীর্ষক মতবিনিময় ও সংগঠক সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় আসন্ন রমজানে দ্রব‍্যমূল্য সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ‍্যে নিয়ে আসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারলে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় জানান তিনি।

এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গোলাম ফারুকের সভাপতিত্বে, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম এবং চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব যায়েদ হাসান চৌধুরীর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, একটি সামগ্রিক হতাশা থেকে উত্তরণের জন্য এবি পার্টির জন্ম। বৃটিশরা বিশ্বের সভ‍্য জাতি হিসেবে সমাদৃত কিন্তু আমাদের বেলায় তারা ছিল বর্বর। আমাদের সর্বস্ব লুটে তারা নিজের দেশকে সমৃদ্ধ করেছে। পাকিস্তানি শাসকরা ৭১-এর স্বাধীনতা যুদ্ধ অনিবার্য করে তুলেছিল। আর স্বাধীন বাংলাদেশের স্বপ্ন শেখ মুজিব নিজেই খুন করেছেন বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন  পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল  (অবঃ) মো. দিদারুল আলম, জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সম্পাদক লোকমান, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক হায়দার আলী চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুল, উত্তর জেলা সমন্বয়ক জিয়া চৌধুরী, এবি যুব পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয়ক আব্দুর রহমান মনির, সহ সমন্বয়ক মুহাম্মদ জাবেদ, যুবনেতা রোটারিয়ান ওমর ফারুক, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ সোহরাব হোসেন পিয়াস, নুর আনোয়ার, বাকলিয়া থানার সহ সমন্বয়ক মোহাম্মদ আজগর, ১৮ নং বাকলিয়া ওয়ার্ড সহ সমন্বয়ক এস এম আবুল কাশেম, চট্টগ্রাম মহানগর নেতা আতাউর রহমান নূর, যুবনেতা রূপস বড়ুয়া রাজু, নাছির উদ্দিন, জাহেদুর ইসলাম, সবুজ কর্মকার, নাজমুল হাসান, সঞ্চয় চৌধুরী, সজিব চৌধুরী প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত