সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

চলতি মাসেই রাকসু নির্বাচনের রোডম্যাপ : উপাচার্য

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৭ এএম

ফেব্রুয়ারি মাসের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘রাকসু সংলাপ : সংস্কার ও নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এই আলোচনা সভার আয়োজন করে ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’।

 উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘আমরা পাঁচ মাসের মধ্যে রাকসু নির্বাচন দেওয়ার কথা বলেছিলাম। তবে এর মধ্যে পোষ্য কোটা বাতিল আন্দোলনসহ কিছু অনাকাক্সিক্ষত বিষয় সামনে আসায় সেটা সম্ভব হয়নি। এসব নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। তবে এবার আর আমরা সময় দিচ্ছি না। এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই রাকসুর রোডম্যাপ প্রকাশ করা হবে।’

সবাইকে রাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘রাকসু যেহেতু শিক্ষার্থীদের চাওয়া এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে তাই শিক্ষার্থীদের সহযোগিতাই এখানে মূখ্য ভূমিকা পালন করবে। এ ছাড়া গণতন্ত্রমনা এবং রাজনৈতিক সংগঠনের বাইরে মুক্তচিন্তা চর্চা করে এমন একশত শিক্ষক এবং এক হাজার শিক্ষার্থী হলেই আমরা রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।’

আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন সংগঠনের ২০ জন প্রতিনিধি অংশ নেন। এ সময় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি পরিচালক আরাফাত আলী সিদ্দিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত