৭১ টেলিভিশনের চাকরিচ্যুত সাংবাদিক ফারজানা রুপা আদালতে বলেছেন, ‘বলা হচ্ছে আমি উসকানিমূলক বক্তব্য দিয়েছি। তাহলে কেন হত্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে?’ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানিতে তিনি এ কথা বলেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার ফারজানা রুপা এবং তার স্বামী শাকিল আহমেদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানিকালে আদালতের অনুমতি নিয়ে ফারজানা রুপা কথা বলেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষ যেভাবে উসকানি দেওয়ার কথা বলছে, তাহলে আমাকে সেই উসকানি দেওয়ার জন্য মামলা দেওয়া হোক। একের পর এক হত্যা মামলা দেওয়া হয়েছে।