৪৮তম জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে চমকের নাম বাংলাদেশ সেনাবাহিনীর নাজমুল হোসেন রনি। জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে গতির ঝড় তুলে ৪০০ মিটার হার্ডলসের আব্দুল রহিম নঈমের ৩২ বছরের পুরানো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
এই ইভেন্টর মেয়েদের বিভাগেও হয়েছে নতুন জাতীয় রেকর্ড। লিবিয়া খাতুনের গড়া ২০২২ সালের রেকর্ডকে পেছনে ফেলে সেরা হয়েছেন সেনাবাহিনীর বর্ষা খাতুন।
১৯৯৩ সালে ছেলেদের ৪০০ মিটার হার্ডলসে রেকর্ড গড়তে নঈম সময় নিয়েছিলেন ৫১.৮৭ সেকেন্ড। সেই রেকর্ড পেছনে ফেলে ৫০.৮৪ সেকেন্ডের নতুন রেকর্ড গড়েছেন রনি। মঙ্গলবার ট্র্যাকে তার লড়াইটা ছিল একই সংস্থার মাসুদ রানার সঙ্গে। মাসুদ রেস শেষ করেন ৫৩.০৬ সেকেন্ডে। আর এই ইভেন্টে তৃতীয় হন বিমান বাহিনীর রবিউল ইসলাম।
৩২ বছরের পুরানো রেকর্ড ভাঙার প্রতিক্রিয়ায় রনি বলেন, 'অবশ্যই নিজের চেষ্টা ছিল, আমার প্রশিক্ষকও আমাকে নিয়ে কাজ করেছেন, মোটকথা সবার দোয়া এবং সম্মিলিত প্রচেষ্টায় এটা করতে পেরেছি।’এ নিয়ে তৃতীয়বারের মতো ট্র্যাকে নেমেছিলেন রনি। প্রথমবার দ্বিতীয় হয়েছিলেন। গত বছর হন সেরা। এবার শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন নতুন রেকর্ড গড়ে। রেকর্ড ভাঙার ব্যাপারে একটা বিশ্বাস আগে থেকেই ছিল তার, 'এমন একটা রেকর্ড গড়ে খুশি লাগারই কথা। আমার কোচ এবং সহপাঠিরা আমাকে নিয়ে বলতেন এই রেকর্ডটা আমার দ্বারা ভাঙা সম্ভব। অবশেষে সেটি করতে পেরে আলহামদুল্লিাহ।'
২০১৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন নাজমুল। বাহিনীতে আসার আগে অ্যাথলেটিকস সম্পর্কে কোনো ধারনাই ছিল না তাল। ২০২১ সালেই প্রথমবার সেনাবাহিনীর মূল দলে সুযোগ হয় তার। শুরুতে ৪০০ মিটার স্প্রিন্ট করলেও ক্যারিয়ার হিসেবে ২৫ বছরের নাজমুল বেঁছে নেন হার্ডলসকে। বগুড়া থেকে উঠে আসা নাজমুল ভবিষ্যতে চান এসএ গেমসে দেশকে ভালো ফলাফল এনে দিতে, 'আমার পরিকল্পনা হচ্ছে সামনে যাতে এসএ গেমসে ভালো ফলাফল অর্জন করতে পারি। যে টাইমিং করেছি... আরেকটু চেষ্টা করলে হয়ত হয়ে যাবে।'
মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে নিজের নাম রেকর্ড বুকে তুলেছেন সেনাবাহিনীর বর্ষা। ২০২২ সালে লিবিয়া খাতুনের রেকর্ড ছিল ১ মিনিট ০৪.৭০ সেকেন্ড। সেই রেকর্ড বর্ষা ভেঙেছেন ১ মিনিট ০৪.৬১ সেকেন্ডে। সেরা হওয়ার পথে তিনি পেছনে ফেলেন নিজ সংস্থার অনন্যা বিশ্বাস ও নৌবাহিনীর বিবি আসমাকে। রেকর্ড গড়ার পর বর্ষা বলেন, ‘আমি ১২ বছর ধরে খেলছি। এখন ২৪ বছর বয়স। প্রথম রেকর্ড হলো। এবার আগে থেকেই আমি এবং আমার কোচ চেয়েছিলাম রেকর্ড করবো। সেটা করতে পেরেছি সেজন্য খুবই খুশি।’এবার আন্তর্জাতিক পর্যায়ে ভালো কিছু পেতে নিজেকে প্রস্তুত করার কথা বলেছেন বর্ষা।
জাতীয় চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে আরেকটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। মেয়েদের ১০০ মিটার রিলেতে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার, সনিয়া আক্তার, সুমাইয়া দেওয়ান, কবিতা রায়। তারা সময় নিয়েছেন ৪৬.৪৩ সেকেন্ড। অতীতে এই ইভেন্টে রেকর্ড ছিলো ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সুমাইয়া দেওয়ান, শরিফা খাতুন, সনিয়া আক্তার, বর্ষা খাতুন তখন সময় নিয়েছিল ৪৮.১০ সেকেন্ড।
তিনদিনব্যাপী আসরের প্রথম দুই দিনে এখন পর্যন্ত মোট ২৮টি ইভেন্ট সম্পূন্ন হয়েছে। এর মধ্যে মোটা জাতীয় রেকর্ড হয়েছে চারটি। ১৫টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জসহ মোট ৪৩টি পদক পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, ১৩টি স্বর্ণ, ১২টি রৌপ্য এবং ৮টি ব্রোঞ্জসহ মোট ৩৩টি পদক পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ সমাপনী দিনে হতে যাওয়া ১২টি ইভেন্ট শেষে জানা যাবে কারা হচ্ছে সেরা।