আন্তর্জাতিক মানের হেয়ার কাট, ফেসিয়াল ও প্রোডাক্ট নলেজ নিয়ে লুক ইনস্টিটিউটের একদিনের বিশেষ প্রশিক্ষণ ওয়ার্কশপ সফলভাবে সম্পন্ন হয়েছে চট্টগ্রামের ওয়েল পার্ক রেসিডেন্স-এ। প্রশিক্ষণ ওয়ার্কশপটি চট্টগ্রামসহ আশপাশের অঞ্চলের সৌন্দর্যসেবা পেশাজীবী ও নতুন উদ্দ্যেক্তাদের জন্য একটি অনন্য সুযোগ এনে দিয়েছে।
এই বিশেষ ওয়ার্কশপে প্রশিক্ষণ দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হেয়ার এক্সপার্ট মোহাম্মদ মিন্টু, আসগর মিরনসহ অন্যান্য আরো পেশাদার প্রশিক্ষকরা। কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে হেয়ার কাট, ডিটক্স ফেসিয়াল এবং প্রোডাক্ট নলেজ সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন, যা তাদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সহায়ক হবে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুক ইনস্টিটিউটের উপদেষ্টা মামুন উর রশিদ মামুন এবং চট্টগ্রাম প্রতিনিধি বেলাল হোসেন। তারা ওয়ার্কশপের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের সাফল্য কামনা করেন।
লুক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষকগণ জানান, তাদের লক্ষ্য হলো দেশের সৌন্দর্যসেবা পেশাজীবীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করা, যাতে তারা দেশ-বিদেশে তাদের ক্যারিয়ার গড়তে পারেন। ওয়ার্কশপের অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট পান, যা তাদের ভবিষ্যতের ক্যারিয়ার গঠনে সহায়তা করবে।
চট্টগ্রামের এই সফল ওয়ার্কশপের পর, লুক ইনস্টিটিউট ভবিষ্যতে আরও প্রশিক্ষণ ওয়ার্কশপের আয়োজন করার পরিকল্পনা করছে।