মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বললেন হাসনাত

কেউ ছাত্রলীগ হয়ে উঠতে চাইলে পরিণতিও ছাত্রলীগের মতো হবে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম

কেউ ছাত্রলীগ হয়ে উঠতে চাইলে তাদের পরিণতিও একই রকম হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে।’

এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার) দুপুর থেকে শুরু হওয়া সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া বিকেল পর্যন্ত চলে। এ ঘটনায় ইতোমধ্যে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত