শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বিয়ে করলেই সব শেষ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৮ এএম

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। এরপরও তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের যেন শেষ নেই। এবার প্রেম ও বিয়ের প্রশ্নের জবাবে পূজা বললেন, এখনই বিয়ে নিয়ে ভাবছেন না তিনি।

পূজা চেরি বলেছেন, ‘বিয়ে করলেই তো সব শেষ। আগে নিজেকে সেটেল করি। তারপর বিয়ে নিয়ে ভাবব। আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই, আর আমার কাছে মনে হয়, আমি এখনো সেটেল না। আরও অনেক দূর পাড়ি দিতে হবে, যেতে হবে অনেক দূর। বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই আটকে যাব।’

অভিনয়ের শুরুর গল্পটা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ছোটবেলায় বিভিন্ন সিনেমায় বাচ্চাদের ডায়ালগ দেখে আয়নার সামনে গিয়ে বারবার বলতাম। তখন আমার মা-বাবা বলত, ও কিছু একটা হবে। তখন আসলে কেউই জানত না যে আমি চলচ্চিত্রে কাজ করব। শৈশবটা ওই রকমই কেটেছে। আর কিশোরী হওয়ার পর তো শিশুশিল্পী হিসেবে জার্নিটা শুরু, আর এখন নায়িকা।’

তিনি আরও বলেন, আমি যতগুলো কাজ করেছি। প্রত্যেকটা কাজই আমার কাছে অনেক প্রিয়। তবে আলাদা করে বলতে গেলে পোড়ামন-২-এর কথা বলতে পারি। যখন ঘোষণা হয়েছে পোড়ামন-২-এ পূজা চেরি নায়িকা হবে। তখন সবার মনে একটা সংশয় তৈরি হয়, ও তো এখনো শিশুশিল্পী, ও কি নায়িকার অভিনয় করতে পারবে। কিংবা রোমান্টিক অভিনয় কি পারবে।

তখন জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ বললেন, যেহেতু পোড়ামন-২-এর প্রোডাকশনে একটু দেরি হচ্ছে, ওকে দিয়ে আরেকটা সিনেমা করা যায়। সেটা হচ্ছে নূর জাহান। ভারতের রাজ চক্রবর্তীর নির্মাণে যৌথ প্রযোজনার সিনেমা ছিল এটি। এই সিনেমা দিয়েই আমার নায়িকা হিসেবে জার্নিটা শুরু।

পূজা বলেন, ‘নূর জাহান সিনেমার প্রিমিয়ার শোয়ে গিয়ে একটা ভয়ে ছিলাম, আমাকে কি নায়িকা হিসেবে দর্শকরা গ্রহণ করবে। তবে সিনেমার শো শেষে দেখলাম সবাই প্রশংসা করল এবং আমাকে নায়িকা হিসেবে গ্রহণ করল। আমি এটা পেরেছি, সবার ভালোবাসা এবং দোয়ায়।’

তিনি যোগ করে বলেন, নায়িকা হিসেবে আমার ১০-১২টা সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে আরও এক-দুইটা সিনেমা। যেমন নাকফুল ও মাসুদ রানা। এ ছাড়া সামনে অনেক বড় একটা সারপ্রাইজ আসছে, এটা আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে পূজা বলেন, ‘আমি যখন বিদেশে যাই তখন একজন বাঙালিকে দেখলে মনে হয় যে আমি আমার বাংলাদেশকে পেয়ে গেছি। মালয়েশিয়াতে আমার এক টুকরো বাংলাদেশ আছে। এজন্যই আপনাদের টানে এখানে এসেছি। আমি সবার উদ্দেশে একটা কথাই বলব যে, বাংলাদেশকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। কারণ সবার আগে দেশ। প্রিয় মাতৃভূমির সঙ্গেই জড়িয়ে থাকে গভীর আবেগ-অনুভূতি। তাই ওই জায়গাটাকে ভালোবাসতে হবে এবং নিজেদের মর্যাদার জায়গাটা রেখেই সব কাজ করতে হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত