অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বড় বড় হুংকার দিলেও পরাজয়েই শুরু হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা। ভারতের কাছে গতকাল হারতে হয়েছে ৬ উইকেটে। তার চেয়েও বড় কথা টপ অর্ডারের ব্যর্থতায় ৩৫ রানে ৫ উইকেটের পতন। একটা সময় দেড়শ রান হবে কিনা- তা নিয়েও সংশয় ছিল। তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি আর জাকের আলীর ফিফটিতে বাংলাদেশের স্কোরটা ভদ্রস্থ দেখিয়েছে।
ম্যাচের পর অধিনায়ক শান্ত বলেছেন, শুরুর উইকেট পতনের কারণেই হেরে গেছে তার দল। ২ বলে ০ রানে আউট হওয়া শান্তর ভাষায়, ‘মনে করি, প্রথম পাওয়ার প্লেতে আমরা যেভাবে ব্যাট করেছি, ৫ উইকেট পড়ে যায় আমাদের। সেখানেই আমরা ম্যাচটা হেরে গেছি। হৃদয় ও জাকের পরে অসাধারণ ব্যাটিং করেছে। ফিল্ডিংয়ে আমরা বেশ কিছু ভুল করেছি। আমরা ক্যাচ ফেলেছি, কয়েকটি রান-আউট মিস করেছি। এমনটা না ঘটলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।’
ম্যাচটিতে তাসকিন আহমেদ ছাড়া বাকি দুই পেসার মুস্তাফিজুর রহমান আর তানজিম সাকিব উদারহস্তে রান দিয়েছেন। স্পিনাররা বেশ আঁটসাট ছিলেন। তারপরও অতিরিক্ত স্পিনার রাখার প্রয়োজন ছিল না বলে মনে করেন শান্ত, ‘মনে হয় না যে অতিরিক্ত একজন স্পিনার রাখা দরকার ছিল একাদশে। আমাদের পেসাররাও খারাপ বোলিং করেনি। নতুন বলে যদি উইকেট তুলে নিতে পারতাম, তাহলে ফল অন্যরকম হতে পারত।’