ইদানিং বড় গল্পে ঝোঁক বেড়েছে। তাই গল্পগুলো হয়ে ওঠে একেকটা উপন্যাস। গল্প বলার ধরনটা আলাদা, কথা বলার মতো। মনে হবে মুখোমুখি বসে কেউ কোন গোয়েন্দা রহস্যের গল্প বলে যাচ্ছেন। তবে কাহিনী বেশ জটিল, অর্থাৎ রহস্য গভীর। সেজন্যে একটু মনোযোগী পাঠক দরকার। ঘটনার মাঝ থেকে কোনো বিষয় বা চরিত্র হারিয়ে গেলে সামনে এগিয়ে যাওয়া একটু কঠিন। এভাবেই চিত্র বর্ণনা করা যায় লেখক অমর্ত্য রুপাইয়ের এবারে একুশে বইমেলায় আসা গোয়েন্দা উপন্যাস ‘ওরা কারা?’।
২০১৯ সালে বাংলা একাডেমি বইমেলায় যখন তার প্রথম গল্পের বই ‘ভূত বলে কিছু নেই’ বের হয়, তখন সে তৃতীয় শ্রেণির ছাত্র। বইয়ের গল্পগুলো লেখা দ্বিতীয় শ্রেণিতে থাকতে। সেবার ছিলো মেলার খুদে লেখক।
এবারের বইটি ‘ওরা কারা?’—যে কোনো বয়সী পাঠকের জন্য সুখপাঠ্য। চরিত্র ও ঘটনার এতো সাযুজ্য যে, নিমিষেই গিলে খায় গল্প। রহস্যের বেড়াজাল ভেদ করে বাস্তবে জেগে উঠতে কিছুটা সময় লাগে পাঠকের। মনে হয় এ তার ঘরের গল্প, চরিত্রগুলো আশপাশের।
মানুষের সঙ্গে মানুষের এত ভিন্নমাত্রিক সম্পর্ক, সামান্য হিংসা বা প্রতিশোধ যে কতো বিষাদময় হয়ে উঠতে পারে, কিংবা অন্যের ক্ষতি করতে গিয়ে কত বড় ক্ষতির মুখে পড়তে হয় নিজেকে—এমন সব জীবন বাস্তবতার সবাক চিত্র ‘ওরা কারা?’।
গোয়েন্দা উপন্যাস ‘ওরা কারা?’—বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা বাবুই। পাওয়া যাচ্ছে বইমেলার ৯৩৯-৯৪০ নম্বর স্টলে। বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ করেছেন সুবীর ঘোষ।