মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

শিরোপা জয়ের স্বপ্ন দেখিয়ে ‘শিক্ষা নেওয়ার’ গল্প শোনালেন শান্ত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১ এএম

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়ার আগে মিরপুর শেরেবাংলায় সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, তারা শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই যাচ্ছেন। দলের সবাই এই স্বপ্ন দেখছে। তবে বাস্তবে তার কথার প্রতিফলন দেখা যায়নি। দলের পারফর্মেন্স হয়েছে যাচ্ছেতাই। বৃষ্টির সৌজন্যে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ-এ’র তিন নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। প্রথম দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে খুবই বাজেভাবে। গ্রুপে রানরেটের ভগ্নাংশের পার্থক্যে বাংলাদেশ এগিয়ে (!)। -০.৪৪৩ রানরেট নিয়ে বাংলাদেশ তৃতীয় আর -১.০৮৭ রানরেট নিয়ে পাকিস্তান চতুর্থ। ম্যাচ পরিত্যক্ত ঘোষণার পর শান্ত যথারীতি শুনিয়েছেন ভুল থেকে শিক্ষা নেওয়ার গল্প।

সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শান্ত বলেছেন, ‘আশা করি, আমরা আমাদের ভুল থেকে শিখতে পারব। আমরা একটি যথাযথ পরিকল্পনা তৈরি করব এবং সেটা কার্যকর করব। ভালো ব্যাপার হলো, দুই ম্যাচেই আমরা ভালোমতো ঘুরে দাঁড়িয়েছিলাম এবং লম্বা সময় খেলায় ছিলাম।’

ধারাভাষ্যকার রমিজ রাজাকে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘(অনেক বেশি ডট বল খেলা) অবশ্যই আমাদের চিন্তার কারণ। নেটে আমাদের ভালোভাবে অনুশীলন করতে হবে। কীভাবে প্রান্ত বদলাতে পারি, ম্যাচে কী ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, সেসব নিয়ে চিন্তা করতে হবে। আমরা কীভাবে অনুশীলন করছি এবং ম্যাচে সেটা কতটা কাজে লাগাচ্ছি, তা গুরুত্বপূর্ণ। আশা করি, ছেলেরা বুঝতে পারবে, কী করা উচিত।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত