বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

শান্তদের জন্য সুখবর; বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৩ পিএম

চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির পর বাংলাদেশ দল এখন দেশে ফেরার পথে। প্রথম দুই ম্যাচে ভারত ও নিউজিল্যন্ডের কাছে বাজেভাবে হারতে হয়েছে। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় জুটেছে একটি পয়েন্ট। জয়-পরাজয় ছাপিয়ে দলের পারফর্মেন্স ঘিরেই চলছে তুমুল বিতর্ক। তবে সুখবরও আছে নাজমুল হোসেন শান্তদের জন্য।

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, আগামী মার্চে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। এই দফায় তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা আছে দুই দলের। টেস্ট সিরিজের আলোচনাও আছে। খর্বশক্তি হয়ে পড়া জিম্বাবুয়ে এমনিতেই বাংলাদেশের প্রিয় প্রতিপক্ষ। অতীতে সিনিয়র ক্রিকেটারদেরও জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে দেখা গেছে। এবারও হয়তো এমনটাই দেখা যাবে।

চ্যাম্পিয়নস ট্রফিতে জঘন্য পারফর্ম করে বিশ্বজুড়ে সমালোচিত হয়েছেন মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ। আসর থেকে বিদায় ঘটলেও তারা অবসর ঘোষণা করেননি। বিসিবির পক্ষ থেকেও এখন পর্যন্ত তাদেরকে বাদ দেওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সুতরাং ধরে নেওয়াই যায়, জিম্বাবুয়ের বিপক্ষে এই দুই সিনিয়রকে দেখা যাবে। দুর্বল দলের বিপক্ষে রান করে তারা আবারও আলোচনায় উঠে আসবেন।

ভবিষ্যৎ সূচি অনুযায়ী, আগামী মে মাসের শেষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। তারপর জুন-জুলাইতে শ্রীলঙ্কার মাটিতে খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। এশিয়া কাপের আগে আগস্টে ভারত আসবে বাংলাদেশ সফরে। এই দুই সিরিজের মধ্যবর্তী সময়ে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচ করে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা আছে পাকিস্তানের।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত