আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আজ গ্রুপ 'বি' তে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তাতে তিন ম্যাচ থেকে মোট চার পয়েন্ট পেয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার।
আগামীকাল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর জানা যাবে এই গ্রুপ থেকে অপর দল হিসেবে কারা যাবে সেমিফাইনালে। যদি দক্ষিণ আফ্রিকা জেতে তবে কোন রকম হিসেব ছাড়াই তারা উঠে যাবে সেমিতে। ম্যাচ পণ্ড হলেও সেমিতে যাবে প্রোটিয়ারা। তবে যদি ইংল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা দুইশোর বেশি রানে (২০৭ রানে হার; ৩০১ তাড়া করতে নেমে) হারে তখন আফগানিস্তান উঠে যাবে সেমিফাইনালে।
আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে আফগানিস্তান তোলে ২৭৩ রান। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া তুলেছিল ১২.৫ ওভারে ১ উইকেটে ১০৯ রান। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়।
অজি ওপেনার ম্যাথু শট ব্যক্তিগত ২০ রান করে আউট হন। ট্রভিস হেড ৫৯ ও স্টিভেন স্মিথ ১৯ রানে অপরাজিত ছিলেন।
তার আগে আফগানদের হয়ে ব্যাটিংয়ে নেতৃত্ব দেন সেদিকউল্লাহ অটল। ৯৫ বলে ৬ চার, ৩ ছক্কায় করেন ৮৫ রান। এক পর্যায়ে দলীয় ১৯৯ রানে ৭ উইকেট হারায় আফগানিস্তান। মনে হচ্ছিলো আড়াইশো হবে না তাদের সংগ্রহ। তবে গত বছরের আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার আজমতউল্লাহ ওমরজাই খেলেছেন ৬৩ বলে ৬৫ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ১ চার ও ৫ ছক্কা।
অজি পেসার বেন ডোয়ারশুইস ৩টি ও স্পেনসার জনসন ২টি উইকেট নেন। অ্যাডাম জাম্পাও নেন ২ উইকেট।