নাটোরে হত্যাসহ ১৩ মামলার আসামি যুবলীগ নেতা শফিকুল ইসলাম কালিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) দিবাগত রাতে তাকে নাটোর শহরের হরিশপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার শফিকুল ইসলাম কালিয়া নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ৫ নম্বর বড়হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গণি ভূইয়ার ছেলে।
ওসি দেশ রূপান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শহরের হরিশপুর এলাকায় একটি বিলের মধ্যে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কালিয়াকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলা, চাঁদাবাজি ও দখলবাজিসহ ১৩টি মামলা রয়েছে।
রোববার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।