মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ইন্দোনেশিয়ার জন্য উপযুক্ত এনার্জি সল্যুশন অফার করল রসাটম

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৫:২৮ পিএম

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম সম্প্রতি বান্দুং এ আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারে ইন্দোনেশিয়ার জন্য উপযুক্ত একটি আধুনিক এনার্জি সল্যুশন অফার করেছে। সেমিনারের বিষয় ছিল আধুনিক পারমাণবিক প্রযুক্তি এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আর্থ-সামাজিক প্রভাব।

সেমিনারটির আয়োজন করে পিএলএন নুসানতারা এবং ইন্দোনেশিয়ার জাতীয় গবেষণা এবং উদ্ভাবনী এজেন্সি। ইন্দোনেশিয়া ছাড়াও রাশিয়া, হাঙ্গেরি এবং তুরস্কের বিশেষজ্ঞরা এতে অংশগ্রহণ করেন।

সেমিনারে ইন্দোনেশিয়ায় পারমাণবিক শক্তির উন্নয়ন পরিকল্পনা এবং পারমাণবিক শিল্প প্রতিষ্ঠার চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা করা হয়। যেসকল বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়, তার মধ্যে ছিল পারমানবিক শক্তির অর্থনৈতিক ও সামাজিক সুফল, প্রোডাকশনের লোকালাইজেশন এবং নিয়ন্ত্রণকারী কাঠামো। হাঙ্গেরি এবং তুরস্কের প্রতিনিধিরা পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে তাদের অভিজ্ঞতা সম্পর্কে অবহিত করেন এবং রুশ প্রযুক্তি বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন। অন্য গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইন্দোনেশিয়ায় পারমাণবিক শক্তির প্রতি জনসমর্থন অর্জন।

রসাটমের প্রতিনিধি আলেক্সান্দার সিবুলিয়া জানান, ইন্দোনেশিয়ায় এনার্জীর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং দেশটি ২০৬০ সাল নাগাদ কার্বন নিঃসরণ শুন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে বড় ও ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কার্যকর ভূমিকা পালন করতে পারে। পারমানবিক শক্তি নির্ভরযোগ্য এবং এ থেকে অত্যন্ত কম মাত্রার কার্বন নিঃসরণ ঘটে যা তাৎপর্যপূর্ণভাবে দেশটির এনার্জি সিস্টেম এবং জাতীয় এনার্জি সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত