ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারে মাইকিং করে এ নিষেধাজ্ঞা প্রচার করা হয়। এ সময় ৫ মার্চ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলমান থাকবে বলেও জানানো হয়।
জানা যায়, গতকালের ভিসি কার্যালয়ে হট্টগোলকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশংকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গতকাল উপাচার্যের কার্যালয়ে হট্টগোলকে কেন্দ্র করে প্রক্টর অফিসে মিটিং করা হয়। এই মিটিংয়ে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার জন্য বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে রেজিস্ট্রার পদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে হট্টগোলের ঘটনা ঘটে। এ নিয়ে ক্যাম্পাসে এক ধরনের থমথমে পরিবেশ বিরাজ করছে।