মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

জুয়ার টাকা সংগ্রহ করতে সহকর্মীকে হত্যা

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৭:২১ পিএম

জুয়ার টাকা সংগ্রহ করতে গত ১১ ফেব্রুয়ারি পরিকল্পিতভাবে দুই বন্ধু মিলে নৃশংসভাবে হত্যা করে তাদেরই সহকর্মী এরশাদ মিয়াকে (২৫)। এ সময় ছিনিয়ে নেওয়া হয় ভিকটিমের ব্যবহৃত বাইসাইকেল ও মোবাইল ফোন। পরদিন সকালে নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান। 

নিহত এরশাদ মিয়া মাধবদী থানার শান্তিভাওলা গ্রামের আবদুল খালেকের ছেলে। 

গ্রেপ্তাররা হলেন- রায়পুরা উপজেলার করইতলা এলাকার রহমান মিয়ার ছেলে বিল্লাল মিয়া ওরফে রনি (২২) এবং অপর আসামি নারায়ণগঞ্জ জেলার বন্ধর থানার লক্ষনখোলা এলাকার মো. ইমাম হোসেনর ছেলে ফরহাদ মিয়া (২১)। 

পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, ‘ঘটনার দুই মাস আগে চাকরি হারান হত্যাকাণ্ডের মূলহোতা রনি। দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলার ছলে ঋণগ্রস্ত হওয়ায় তার বন্ধু ফরহাদকে নিয়ে পরিকল্পনা করেন টাকা সংগ্রহের। পরিকল্পনা অনুযায়ী তাদেরই সহকর্মী এরশাদকে টার্গেট করেন তারা।’ 

তিনি বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভিকটিম এরশাদ মিয়া নিজ বাড়ি শান্তিভাওলা থেকে শহরের কর্মস্থল সাইজিং মিলে যাচ্ছিলেন। তিনি নাগরিয়াকান্দি এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা রনি ও ফরহাদ তাকে ডেকে পার্শ্ববর্তী বালুর মাঠে নিয়ে যান। এ সময় এরশাদের সাইকেল ও মোবাইল ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করেন তারা। পরে সদর থানায় ভিকটিমের বড় ভাইয়ের দায়ের করা মামলা আমলে নিয়ে কাজ শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিনই ফরহাদকে গ্রেপ্তার করতে পারলেও ধরাছোঁয়ার বাইরে থাকেন মূলহোতা রনি। দীর্ঘদিন পর্যবেক্ষণ করে তাকে পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।’ 

তিনি আরও বলেন, ‘ভিকটিমের ব্যবহৃত বাইসাইকেল মাত্র ৯০০ এবং মোবাইল ফোনটি ১৫০০ টাকায় বিক্রি করে অভিযুক্তরা। তাছাড়া আগে থেকেই ভিকটিম এরশাদের বিকাশের পাসওয়ার্ড জানতে পারায় তার বিকাশে থাকা ৬ হাজার ৫০০ টাকা উত্তোলন করে তারা। এ ঘটনায় অপরাধী দুজনেই তাদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত