বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

মুশফিকের বিদায়ে আবেগাপ্লুত মাশরাফি, নাজমুলরা

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৯:৫৮ এএম

বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজার যুগ শেষ হয়ে গেছে অনেক আগেই। এবার পঞ্চপাণ্ডবের আরও একটি তারা খসে পড়ল ওয়ানডে ক্রিকেট থেকে। মুশফিকুর রহিমের অবসর ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মাশরাফি থেকে শুরু করে বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মাশরাফি লিখেছেন, ‘তোমার বিদায়ের ঘোষণায় এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি! ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে স্বাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে। আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও...।’

বর্তমান টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘আমাদের লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় মুশফিক ভাই। আপনি একজন সত্যিকারের টিমম্যান। খেলাটির প্রতি আপনার নিষ্ঠা আমাদের জন্য একটি আদর্শ এবং এটি বাংলাদেশের ক্রিকেটের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের ক্রিকেট আপনার অবদান কখনো ভুলবে না।’

পেস তারকা তাসকিন আহমেদলিখেছেন, ‘একটা যুগের অবসান! মুশি ভাই, আপনাকে ছাড়া বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট কল্পনা করা কঠিন। আপনার আবেগ, নিষ্ঠা এবং লড়াকু মনোভাব আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আপনার সঙ্গে মাঠে কাটানো সময়গুলোতে অনেক কিছু শিখতে পেরেছি। পরবর্তী অধ্যায়ের জন্য আপনাকে শুভকামনা। আপনার এই উদাহরণ চিরকাল থেকে যাবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত