বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

স্বাধীনতাবিরোধীর নামে ইবির হল, পরিবর্তনের দাবি শিক্ষার্থীদের 

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৫:২০ পিএম

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪টি আবাসিক হল ও একটি ভবনের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শাহ আজিজুর রহমান হল করা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে পরিবর্তনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের মতে, শাহ আজিজুর রহমান একজন চিহ্নিত স্বাধীনতাবিরোধী।

এদিকে প্রজ্ঞাপন জারির পরপরই এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। বুধবার (৫ মার্চ) এক যৌথ সংবাদ বিবৃতিতে ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এই নিন্দা জানান। একইসঙ্গে সিদ্ধান্ত পরিবর্তন করে মাওলানা ভাসানীর নামে নামকরণের আহ্বান জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, ‘শাহ আজিজুর রহমানের মতো একজন চিহ্নিত যুদ্ধাপরাধীর নামে আবাসিক হলের নামকরণ জাতির জন্য এক কলঙ্কজনক সিদ্ধান্ত। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থীও। আওয়ামী ফ্যাসিবাদের হাতে লুট হয়ে যাওয়া মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বৈষম্যহীন দেশ গড়ার শপথই ছিল জুলাই অভ্যুত্থানের স্পিরিট। সেখানে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শাহ আজিজুর রহমানের নামে আবাসিক হলের নামকরণের মধ্য দিয়ে ইবি প্রশাসন মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে বলে আমরা মনে করি।’

একইভাবে হলের নামকরণ নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাস্টিস ফর জুলাই ইবি শাখা। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে সংগঠনটির মুখ্য সচিব তাজমিন রহমানের পাঠানো সংবাদ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। এসময় প্রশাসনকে সিদ্ধান্ত পরিবর্তন করে জুলাই বিপ্লবের স্পিরিটের সঙ্গে সামঞ্জস্য রেখে এই হলের নাম ‘বিজয় ২৪’ রাখার আহ্বান জানান তারা।

বিবৃতিতে তারা অভিযোগ করেন, ‘শাহ আজিজুর রহমান ছিলেন একাত্তরে পাকিস্তান ন্যাশনাল লীগের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি ১৯৭১ সালে যুদ্ধের সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের আবদুল মোতালেব মালিকের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য হন এবং রাজস্বমন্ত্রীর দায়িত্ব পালন করেন। যুদ্ধের সময় পাকিস্তান কর্তৃক জাতিসংঘে প্রেরিত প্রতিনিধিদলের অন্যতম সদস্য ছিলেন। তিনি জাতিসংঘে দৃঢ়ভাবে অস্বীকার করলেন যে, পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইটের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। শাহ আজিজুর রহমান জাতিসংঘে দেওয়া বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে সাহায্য করার আহ্বান জানান। এমন একজন বিতর্কিত ব্যক্তির নামে আবাসিক হলের নামকরণের ঘটনায় ক্ষুব্ধ শাখা জাস্টিস ফর জুলাই। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত