রোববার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

১ লাখ ৩৫ হাজার বেতনে নিয়োগ দিচ্ছে একশনএইড 

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১১:৩১ পিএম

আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে ইইউ পিসবিল্ডিং প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রজেক্ট ম্যানেজার, ইইউ পিসবিল্ডিং প্রজেক্ট
পদসংখ্যা: ১

যোগ্যতা: সমাজবিজ্ঞাস, নৃবিজ্ঞান, ইন্টারন্যাশনাল রিলেশনস, ডেভেলপমেন্ট স্টাডিজ, পিস অ্যান্ড কনফ্লিক্টস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো আন্তর্জাতিক এজেন্সি বা উন্নয়ন সংস্থায় কক্সবাজারে সোশ্যাল কোহেশন অ্যান্ড পিসবিল্ডিং ইন রোহিঙ্গা অ্যান্ড হোস্ট কমিউনিটিস প্রকল্প ব্যবস্থাপনা, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট কো-অপারেশন, ইয়ুথ প্রোগ্রামে অন্তত চার থেকে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কনফারেন্স, ওয়ার্কশপ বা এ ধরনের অনুষ্ঠান আয়োজনের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশেনস ও প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলসের কাজ জানতে হবে। সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: কক্সবাজার

বেতন: মাসিক মোট বেতন ১,৩৫,০৭৫ টাকা। এর সঙ্গে উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।

আবেদন যেভাবে
নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১২ মার্চ ২০২৫।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত