বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

প্রিমিয়ারে ফিরলো সিটি আর লিওপার্ডস

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৯:৫৭ পিএম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবারও জায়গা করে নিয়েছে সিটি ক্লাব ও ঢাকা লোপার্ডস। প্রথম বিভাগ লিগের শীর্ষ দুটি স্থানে জায়গা করে নিয়েছে তারা। 

রবিবার সুপার এইটের শেষ রাউন্ডে সিটির বিপক্ষে ৭ উইকেটের দুর্দান্ত জয় পেছে লিওপার্ডস। আগে ব্যাট করে ৩৭ ওভারে মাত্র ১৪৭ রানে গুটিয়ে যায় সিটি ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন নবীন ইসলাম। লোপার্ডসের বোলার আলমগীর হোসাইন ২৩ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন, যা প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ভেঙে দিতে বড় ভূমিকা রাখে।১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ ওভারেই জয় তুলে নেয় লোপার্ডস। সাদ্দাম হোসাইন ৫৩ ও শাওন চৌধুরী ৫১ রানের ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন।

প্রথম বিভাগে রানার্স আপ ঢাকা লিওপার্ডস
৮ দলের সুপার এইটে সিটি ও লিওপার্ডস দুদলেরই পয়েন্ট দাড়ায় ১৮। তবে নেট রানরেটে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় সিটি। আর লিওপার্ডস রানার্সআপ। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত