সারাদেশে চলমান ধর্ষণ, নারীদের প্রতি সহিংসতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও নিরাপদ রাষ্ট্রের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রীরা মশাল মিছিল করেছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় তারা এ কর্মসূচি পালন করেন। মিছিলটি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ও বিশ্ববিদ্যালয়ের ০৩ নং ফটক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের নিচ তলায় এসে শেষ হয়।
এ সময় ছাত্রীরা হাতে মশাল নিয়ে ‘একশন টু একশন, ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট একশন, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে’,‘হ্যাং দ্য রেপিস্ট, উই ওয়ান্ট জাস্টিস, ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’ স্লোগান দেন।
সমাবেশে ছাত্রীরা প্রতিবাদ করা না পর্যন্ত ধর্ষকদের কেন বিচার শুরু হয় না, তা জানতে চান। অন্তর্বর্তী সরকার দলীয় সরকার না হওয়া সত্ত্বেও ধর্ষকদের শাস্তির ব্যবস্থা কেন করতে পারছে না, তা জানতে চান।
মশাল মিছিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন।