মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সিএমপি কমিশনার

ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমানোই বড় চ্যালেঞ্জ

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:৫২ এএম

ছিনতাইকারী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য কমানোই পুলিশের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। গতকাল রবিবার দুপুরে নগরের নিউ মার্কেটের বিপণিবিতান, তামাকুম-ী লেন, জহুর হকার্স ও টেরিবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনকালে সাংবদিকদের এ কথা বলেন তিনি।

পরিদর্শন শেষে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘১০ রোজার পর থেকে মার্কেটগুলো আরও সরগরম হবে বলে আমি আশাবাদী। সাধারণ মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ঈদ পালন করতে পারে সে লক্ষ্যে আমরা রমজানের আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। আমি আজ ব্যবসায়ী প্রতিনিধি, দোকান মালিক সবার সঙ্গে কথা বলেছি। ঘুরে ঘুরে ক্রেতাদের সঙ্গেও কথা বলেছি। সবাই আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট। কিন্তু এখানে আমাদের একটি উদ্বেগ আছে। সেটা হচ্ছে ছিনতাইকারী। ছিনতাইকারীর দৌরাত্ম্য কমানো ও নির্মূল করার জন্য আমাদের পুলিশ কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত