মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

চুক্তি থেকে নিজেই সরে গেলেন মাহমুদউল্লাহ, মুশফিক নামলেন 'বি' ক্যাটাগরিতে

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৮:৩৯ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ২২ জনের খসড়া তালিকায় তার নাম ছিল। তবে সম্প্রতি তিনি তাকে চুক্তিতে না রাখার জন্য অনুরোধ জানালে বিসিবি 'বি' ক্যাটাগরি থেকে তার নাম সরিয়ে দিয়েছে।  

আজ চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। গত ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই তালিকায় মুশফিকুর রহিমের নাম ছিল 'এ' ক্যাটাগরিতে। কিন্তু সম্প্রতি তিনি ওয়ানডে থেকে অবসর নেয়ার তাকে 'বি' ক্যাটগরিতে সরিয়ে নেয়া হয়েছে। ৬ লাখ টাকা মাসিক বেতনের এই ক্যাটাগরিতে মুশফিকের সঙ্গে আরো আছেন- মুমিনুল, তাইজুল, মোস্তাফিজ, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। নাহিদ রানা এই প্রথম চুক্তিভুক্ত হয়েছেন। 

এবার 'এ' প্লাস ক্যাটাগরিতে আছেন শুধু তাসকিন আহমেদ। এই ক্যাটাগরির মাসিক বেতন ১০ লাখ টাকা। 

৮ লাখ টাকা বেতনের 'এ' ক্যাটাগরিতে আছেন - নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। 

৪ লাখ টাকা বেতনের 'সি' ক্যাটাগরিতে রাখা হয়েছে- সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান। 

২ লাখ টাকা বেতনের 'ডি' ক্যাটাগরিতে আছেন- নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত