মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি, যুবক আটক

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৮:২৯ পিএম

কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থায় কর্মরত এক মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের শহীদ সরণীর কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

আটক যুবকের নাম তারেকুর রহমান ওরফে সোইল্যা তারেক (৩০)। তিনি জেলা শহরের শহরের মহাজের পাড়ার বাসিন্দা।

কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন জানান, ইউএন ওম্যান সংস্থায় কর্মরত ওই মার্কিন নারী এক সহকর্মীকে নিয়ে শহরের সার্কিট হাউজের প্রধান সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময়  তাকে শ্লীলতাহানি করে ওই যুবক। পরে বিষয়টি পুলিশকে জানালে অভিযুক্তকে আটক করা হয়। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত