উপমহাদেশের প্রখ্যাত গাইনোকোলজিস্ট এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. টি এ চৌধুরীর প্রয়ানে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে অবসটেট্রিক্যাল এন্ড গাইনীকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)।
সোমবার (১০ মার্চ) এক শোক বার্তায় সংগঠনের পক্ষে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান ও মহাসচিব অধ্যাপক ডা. সালমা রউফ এই শোক ও শ্রদ্ধা জানান।
শোক বার্তায় বলা হয়, আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, উপমহাদেশের প্রখ্যাত গাইনোকোলজিস্ট এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. এএইচ এম টি এ চৌধুরী স্যারকে। তিনি ছিলেন এ দেশের স্বনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ওজিএসবির প্রাক্তন সভাপতি। তার মৃত্যু আমাদের শুধু মর্মাহত ও শোকাবিভূতই করেনি, উপরন্তু যে অপরিসীম ক্ষতি বয়ে এনেছে তা কোনভাবেই পূরণ হবার নয়।
শোক বার্তায় আরও বলা হয়, তার মৃত্যুতে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তাকে স্মরণ করছি এবং তার পরিবারের সবার জন্য সহানুভূতি জানাচ্ছি। আল্লাহ তার আত্মার শান্তি দিন এবং বেহেশত নসিব করুন এবং এই তুলনাহীন কষ্ট ধৈর্য ধারণ করার জন্য তার পরিবারের সবাইকে শক্তি দিন।
উল্লেখ্য বাংলাদেশের প্রখ্যাত গাইনি চিকিৎসক অধ্যাপক ডা. টি এ চৌধুরী (তৌহিদুল আনোয়ার চৌধুরী) গত রবিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর শান্তিনগরের নিজের বাসায় মারাযান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।