মাঠের পারফর্মেন্সে অনেকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা করুণ। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতেও ভরাডুবি হয়েছে। এমন আবহের মাঝে নাজমুল হোসেন শান্তদের জন্য সুসংবাদ দিল বোর্ড। তিন ফরম্যাটেই ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধি করা হয়েছে। তবে টাকার অঙ্কে সবচেয়ে বেশি বেড়েছে টেস্ট ফরম্যাটে।
বিসিবি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, টেস্টে ম্যাচ ফি বেড়েছে ৩৩ শতাংশেরও বেশি। আগে যা ছিল ৬ লাখ টাকা, এখন তা বেড়ে হলো ৮ লাখ টাকা। অর্থাৎ, একেকটি ম্যাচ খেলেই মুমিনুল-তাইজুলরা ম্যাচ পাবেন ৮ লাখ টাকা করে।
ওয়ানডে ফরম্যাটেও ৩৩ শতাংশের মতো ম্যাচ ফি বাড়ানো হয়েছে। আগে একেকটি ওয়ানডে ম্যাচ খেলে ক্রিকেটাররা পেতেন ৩ লাখ টাকা করে। এখন একেকটি ওয়ানডে ম্যাচ খেলার বিনিময়ে নাজমুলরা পাবেন ৪ লাখ টাকা।
এছাড়া ২৫ শতাংশ ম্যাচ ফি বাড়ানো হয়েছে টি-টোয়েন্টিতে। আগে যা ছিল ২ লাখ টাকা, এখন তা বেড়ে হয়েছে আড়াই লাখ। একেকটি ম্যাচ খেলার জন্য এই ফরম্যাটের ক্রিকেটাররা আগে পেতেন ২ লাখ টাকা, এখন থেকে তারা পাবেন আড়াই লাখ টাকা করে।