পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শতাধিক যাত্রী বহনকারী একটি ট্রেনে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। মঙ্গলবার সকালের দিকে এ হামলায় ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী আহত হন।
সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, দায় স্বীকার করে বেলুচ লিবারেশন আর্মি জানিয়েছে— তারা কোয়েটা থেকে রাওয়ালপিন্ডিগামী জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে।
ট্রেনটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি।
পাকিস্তানি পুলিশ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছে, হামলায় ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছে বলে তারা খবর পেয়েছে। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটি পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার দিকে যাচ্ছিল। তবে প্রাদেশিক সরকার বা রেলওয়ের কর্মকর্তারা জিম্মি হওয়ার বিষয়টি নিশ্চিত করেননি।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ জানিয়েছেন, সরকার জরুরি অবস্থা জারি করেছে এবং পরিস্থিতি মোকাবিলায় সব প্রতিষ্ঠানকে তৎপর করা হয়েছে।
বেলুচিস্তানে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলোর কয়েক দশক ধরে চলা বিদ্রোহের ফলে এই অঞ্চলে ঘন ঘন হামলা চালানো হচ্ছে। বিএলএ বেলুচিস্তানের স্বাধীনতা চায়।