বান্দরবানের রোয়াংছড়িতে খেয়াং সম্প্রদায়ের ১৬ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী কিশোরী মো. জামাল হোসেন নামে এক নির্মাণ শ্রমিকের ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল সোমবার রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়ার পাশে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. জামাল হোসেন (৩২) বরিশাল জেলার নজরুল ইসলামের ছেলে এবং রোয়াংছড়ি-রুমা সড়ক নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিক বলে জানা গেছে।
এলাকার বাসিন্দারা জানান, মানসিক ভারসাম্যহীন এক কিশোরী সবসময় পাড়ার আশেপাশে ঘোরাঘুরি করতো। গতকাল সোমবার সন্ধ্যায় সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক মো. জামাল হোসেন খামতাম পাড়ার পাশে কবরস্থান এলাকায় একা পেয়ে ওই নারীকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ওই কিশোরীর চিৎকার করলে পাড়ার লোকজন গিয়ে ওই ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে। এসময় মো.জামাল হোসেন পালিয়ে যায়।
এদিকে এই ঘটনা পাড়ায় জানাজানি হলে অভিযুক্ত জামাল হোসেনকে রাতভর খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। আজ মঙ্গলবার দুপুরে সড়কের কাজে নিয়জিত অন্য শ্রমিকরা তাকে আটক করে পাড়াবাসীর কাছে তুলে দেয়। পরে পাড়াবাসী অভিযুক্ত জামাল হোসেনকে একটি বিদ্যালয়ে আটকে রাখে এবং রোয়াংছড়ি সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এদিকে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনজুর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জামাল হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।