মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

জুলাই- আগষ্ট গণহত্যা 

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা: ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৯:৫০ পিএম

গণঅভ্যুত্থানের সময় সাভারে গুলির পর পুলিশের সাঁজোয়া যানে (এপিসি) তুলে সেখান থেকে সড়কে ফেলে দিয়ে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১১ মার্চ) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। ইয়মিন হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ মে দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। 

আদালতে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজি মোনাওয়ার হোসাইন তামিম। আদেশের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘ইয়ামিন হত্যার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নাম রয়েছে। তবে গ্রেপ্তারের স্বার্থে আসামিদের তাদের নাম প্রকাশ করেননি। এর আগে গত বছরের ২৩ সেপ্টেম্বর ইয়ামিন হত্যার অভিযোগে তার পরিবারের পক্ষে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়।’ 

এতে বলা হয়, গত বছরের ১৮ জুলাই পুলিশ ও আওয়ামী লীগ সম্মিলিতভাবে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে। তারা  ইয়ামিনকে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে গুলি করে। কাতরানো অবস্থায় পুলিশ সদস্যরা ইয়ামিনকে মৃত ভেবে রোড ডিভাইডারের পাশে ছুড়ে ফেলে দেন। পরে ইয়ামিনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত