সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মশার উৎপাত কমাতে যা করবেন

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৬:২০ এএম

এ সময়ে মশা-মাছির উৎপাত বেড়ে যায়। মশার উৎপাত থেকে রক্ষা পেতে দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি টাঙানো জরুরি। এ ছাড়া মশার কামড়ের কারণে অনেক গুরুতর রোগের ঝুঁকিতে থাকি। মশার হাত থেকে বাঁচতে আমরা কয়েল, এরোসলসহ স্প্রে ব্যবহার করি। তবে এগুলো আমাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তাই ঘরেই এমন একটা জিনিস তৈরি করে নিন, যাতে সহজেই মশা তাড়াতে পারেন।

একটি লেবু নিয়ে ওপরের অংশটি কেটে নিতে হবে। এবার ছুরি বা চামচের সাহায্যে লেবুটি ভেতর থেকে সম্পূর্ণ খালি করুন। লেবুর খোসার মধ্যে সরিষা তেল ভালো করে ভরে দিতে হবে এর মধ্যে দুটি কর্পূর টুকরো ও পাঁচটি লবঙ্গ যোগ করুন। এবার এতে একটি তুলো রেখে তা জ্বলিয়ে দিন। এই প্রদীপ জ্বলিয়ে ঘরের এক কোণে রেখে দিন।

মশার উৎপাত কমাতে নিম তেল দারুণ উপকারী। শুধু মশা-মাছি নয়, পোকামাকড়ও দূরে রাখতে নিমের তেল বিশেষ ভূমিকা পালন করে। এ জন্য ৩০ মিলি নারকেল তেলের সঙ্গে ১০-১২ ফোঁটা নিম তেল মিশিয়ে সারা শরীরে লাগিয়ে নিন। মশা কামড়াবে না। টি ট্রি অয়েলও মশা তাড়াতে কার্যকর। ৩০ মিলি নারকেল তেলের সঙ্গে ১০-১৫ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এবার মিশ্রণটি সারা শরীরে মাখুন। দেখবেন একটি মশাও আপনাকে কামড়াবে না। এ ছাড়া কিছু কফি পাউডার, টুথপেস্ট, টিস্যু পেপার এবং লবঙ্গ নিন। এরপর একটি টিস্যু পেপার নিতে হবে এবং তাতে একটি সরলরেখায় কফি পাউডার লাগান। এর ওপরে কিছু লবঙ্গ রাখুন। এই টিস্যু পেপারটি ভালোভাবে ভাঁজ করুন। এর সঙ্গে টুথপেস্ট লাগিয়ে নিন। এটিকে আলতো করে ভাঁজ করে একটি বাতির বা কাঠির মতো প্রস্তুত করুন। আগুনে জ্বালিয়ে নিলে খুব সহজেই মশার উৎপাত থেকে মুক্তি পাওয়া যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত