অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে প্রথম পুরুষদের টেস্ট ম্যাচের ১৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ টেস্ট ম্যাচটি হবে দিবা-রাত্রির। ঐতিহাসিক এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, প্রায় ১ লাখ দর্শক ধারণক্ষম এমসিজিতে আয়োজিত হবে এই একমাত্র টেস্ট, যা কোনো অ্যাশেজ সিরিজ কিংবা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।
১৮৭৭ সালের মার্চে এমসিজিতেই ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেই ম্যাচে ৪৫ রানে জয় পেয়েছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড জয় তুলে নেওয়ায় সিরিজটি ১-১ সমতায় শেষ হয়। এর ১০০ বছর পর, ১৯৭৭ সালে শতবর্ষ পূর্তির ম্যাচেও মুখোমুখি হয়েছিল দুই দল, এবং সেবারও ৪৫ রানের ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া।
এবার ১৫০তম বার্ষিকী স্মরণীয় করে রাখতে ম্যাচটি অনুষ্ঠিত হবে দিবা-রাত্রির, যা টেস্ট ক্রিকেটের আধুনিক বিবর্তনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘এই ম্যাচটি হবে ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় আয়োজন। রাতের আলোয় খেলা হওয়ায় এটি আরও উপভোগ্য হবে এবং বেশি দর্শক মাঠে কিংবা টিভির পর্দায় ম্যাচটি দেখতে পারবেন।’
অস্ট্রেলিয়ার পুরুষ দল ঘরের মাঠে দিবা-রাত্রির টেস্টে বরাবরই দুর্দান্ত। এখন পর্যন্ত তারা ১৩টি ম্যাচ খেলেছে, যেখানে ১২টিতেই জয় এবং মাত্র একটিতে পরাজিত হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের নারী দলও এমসিজিতে একটি দিবা-রাত্রির টেস্ট খেলেছিল, তবে সেই ম্যাচে তারা বড় ব্যবধানে পরাজিত হয়।
এই ম্যাচটি কোনো অ্যাশেজ সিরিজের অংশ নয়। তবে চলতি বছরের শেষে ইংল্যান্ড পুরুষ দল পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে, যা শুরু হবে ২১ নভেম্বর পার্থে। অস্ট্রেলিয়ার পরবর্তী ইংল্যান্ড সফর ২০২৭ সালে নির্ধারিত রয়েছে।