পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি ট্রেনে অতর্কিত হামলার পর জিম্মি যাত্রীদের মুক্ত করার জন্য বুধবার চলমান নিরাপত্তা অভিযানে ৪৫০ জন যাত্রীর মধ্য থেকে ১৫৫ জন জিম্মিকে মুক্ত করা হয়েছে। এ ঘটনায় ২৭ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।
দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে বেলুচিস্তানের শহর সিবি থেকে এএফপি এ খবর জানায়। সূত্রটি জানায়, অভিযান এখনও অব্যাহত রয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের দখল নেন স্বাধীনতাপন্থী সশস্ত্র বালুচ গোষ্ঠী বিএলএ (বালুচ লিবারেশনের আর্মি) বিদ্রোহীরা। কাচ্চি বোলান জেলায় পেহরো কুনরি এবং গাদালারের মাঝামাঝি জায়গায় যাত্রিবাহী ট্রেনটি অপহরণ করা হয়। নয়টি কোচবিশিষ্ট ট্রেনটিতে প্রায় ৫০০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে শতাধিক জিম্মি হন। বিএলএর তরফেও ঘটনার দায় স্বীকার করে শতাধিক যাত্রীকে বন্দি করার কথা জানিয়ে বিবৃতি দেওয়া হয়।
মঙ্গলবার রাতেই বিদ্রোহীদের অপহৃত ট্রেনের কাছে পৌঁছে গিয়েছিল পাক নিরাপত্তাবাহিনীর উদ্ধারকারী দল। তাদের মধ্যে পাক সেনার ‘স্পেশাল সার্ভিস গ্রুপ’-এর কমান্ডোরা রয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর। খবর পেয়েই বিএলএ হুমকি দেয়, সেনা অভিযান না থামালে বন্দিদের খুন করা হবে। উদ্ধারকারী সেনাদের আটকাতে রেললাইনের একাংশ উড়িয়েও দেন বিদ্রোহী বালুচ যোদ্ধারা।