বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া আড়াই মাসের শিশু উদ্ধার

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৫:৪০ পিএম

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া দুই মাসের শিশুটি হারানোর তিন দিন পর অক্ষত উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গাজীপুরে শ্রীপুরে অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে।

গত ৯ তারিখ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে মাওনা এলাকার মুলাইদ গ্রামের একটি বাড়ি থেকে শিশুটি উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া শিশুর নাম সায়ান আহম্মেদ (২.৫) বছর। সে ঠাকুরগাঁওয়ের কালিসাজুড়ী গ্রামের শিমুল ইসলা ও হাসি আক্তারে ছেলে।  

আজ বুধবার উদ্ধারের একটি প্রেস রিলিস দেয় গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের র‌্যাব-১ এর পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী। উদ্ধারের পর শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা গ্রামের মো. শামসুদ্দিনের মেয়ে সোনালী আক্তার শিরিন(২০), তার স্বামী একই গ্ৰামের  মো. রাজু কবিরাজ (২২) , নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে মো. লিটন মিয়া(৩৫) ও লিটন মিয়ার স্ত্রী মোসা. লাভলী বেগম (৩২)।

 জানা যায়- গত ১০ মার্চ অসুস্থ সায়ানকে ঠাকুরগাও জেনারেল হাসপালে ভর্তি করা হয়। পরে রাতে পরিবারের সদস্যরা টয়লেটে গেলে কৌশলে চোর চক্র শিশু সায়ানকে হাসপাতালের বেড থেকে চুরি করে নিয়ে যায়। এর পর চুরি হওয়া শিশুকে নিয়ে শ্রীপুরে চলে আসে। পরে এ নিয়ে থানায় মামলা দায়ের করলে র‌্যাব অভিযান শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের মুলাইদ গ্রামে অভিযান চালিয়ে চুরি হওয়া শিশুটি কে অক্ষত উদ্ধার করা হয়। গাজীপুর র‌্যাব-১ ও দিনাজপুর র‌্যাব-১৩ এর দুটি টিম অভিযানে নামে।
 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত