বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

লিভার কেয়ার সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৭:০৫ পিএম

লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে চট্টগ্রাম ক্লাবে এক বর্ণাঢ্য ও হৃদয়গ্রাহী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চিকিৎসক, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের সম্মানিত সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন লিভার কেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. তারেক শামস।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

লিভার কেয়ার সোসাইটির সভাপতি ডা. আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এই ইফতার মাহফিলে সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘লিভার কেয়ার সোসাইটি জনস্বাস্থ্য উন্নয়নে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই সংগঠনের উদ্যোগে লিভার রোগ সচেতনতা ও চিকিৎসা কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আমি আশাবাদী।’ উনি লিভার রোগ নির্ণয় এবং চিকিৎসায় আমাদের দেশের সীমাবদ্ধতার কথা বলেন, এক্সপার্টাইজ শেয়ারিং এর কথা বলেন, উনি আশা ব্যক্ত করেন অচিরেই লিভার ট্রান্সপোর্ট আমাদের দেশেই হবে।

দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে প্রধান অধ্যাপক মো. গিয়াসউদ্দীন তালুকদার।ধন্যবাদ জ্ঞাপন করেন বিকন ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম মাহমুদুল হক।

লিভার কেয়ার সোসাইটি জনস্বাস্থ্যে বিশেষ করে লিভার রোগ প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

সংগঠনটি হেপাটাইটিস স্ক্রিনিং, বিনামূল্যে টিকাদান কর্মসূচি, সচেতনতামূলক সেমিনার এবং লিভার রোগীদের সহায়তা প্রদানের কাজ অব্যাহত রেখেছে।

অনুষ্ঠানের শেষে সংগঠনের সফলতা ও আগামীর পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে সভাপতি ডা. আবদুল্লাহ আল মাহমুদ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত