সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

এমএনআরএস ট্রাস্ট বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৯:২০ পিএম

বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের সনদ ও পুরস্কার প্রদান করেছে শিক্ষাবান্ধব এমএনআরএস ট্রাস্ট। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন মিলনায়তনে সোমবার (১০ মার্চ) অনুষ্ঠিত হয় সনদ ও পুস্কার বিতরণের এই আনন্দমুখর আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএনআরএস ট্রাস্টের সম্মানিত সভাপতি মিসেস মমতাজ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.) এবং মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম। মেধাবীদের জন্য আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক, উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম। এছাড়াও মাইলস্টোন স্কুল ও কলেজের বিভিন্ন ক্যাম্পাসের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, কো-অর্ডিনেটর এবং বৃত্তিপ্রাপ্ত ছাছাত্রীদের সম্মাণিত অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ২০২৪ সালে এমএনআরএস ট্রাস্ট বৃত্তিপ্রাপ্ত ৯৯ জন মেধাবী ছাত্রছাত্রীর হাতে সনদ ও পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ, রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ পরিচালনাকারী এমএনআরএস ট্রাস্ট। মেধাবীদের সহায়তা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে শিক্ষাবান্ধব এই ট্রাস্ট ২০২৩ সাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম ও অষ্টম শ্রেণির বাছাইকৃত ছাত্রছাত্রীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। গত ডিসেম্বরে অনুষ্ঠিত ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো চার শতাধিক ছাত্রছাত্রী যাদের মধ্যে বৃত্তি অর্জন করে ৯৯ জন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত