রোববার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

নিয়োগ পেতে মেডিকেল টেকনোলজিস্টদের লিগাল নোটিশ

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০১:৫৭ এএম

স্বাস্থ্য অধিদপ্তরের ২০১৩ সালে মেডিকেল টেকনোলজিস্ট পদে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগের জন্য আইনি নোটিশ দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্টরা।

নিয়োগ প্রত্যাশী বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের (বিপিএসএমটিএ) সভাপতি মো. শফিকুল ইসলামসহ চাকুরী প্রত্যাশীদের পক্ষে এই নোটিশ প্রদান করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট  মো. ইয়ারুল ইসলাম।

বুধবার (১২ মার্চ) এসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানোর বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, ২০১৩ সালের জানুয়ারি মাসে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মেডিকেল টেকনোলজিস্টদের ৪২০ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারী হয়। পরে কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশকৃতরা সংক্ষুব্ধ হয়ে মহামান্য হাইকোর্টে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির বিরুদ্ধে একটি রিট মামলা দায়ের করলে নিয়োগ প্রক্রিয়াটি স্থগিত হয়ে যায়।পরবর্তীতে আইনি লড়াই শেষে  মহামান্য সুপ্রিমকোর্টে উক্ত মামলাটি গত ২০১৬ সালের নভেম্বর মাসে চূড়ান্ত নিষ্পত্তি হয়। 

নোটিশে আরো বলা হয়, উল্লেখিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক ২টি পদে নিয়োগ সম্পন্ন হলেও মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ সম্পন্ন করা হয়নি। অপরদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১৯  সালে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের নির্দেশনা দিলেও সে নির্দেশনা প্রতিপালিত হয়নি। এক্ষণে নোটিশে অবিলম্বে মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ প্রদানের জন্য জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য সচিব, অর্থ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক  এবং পরিচালককে (প্রশাসন) মঙ্গলবার (১১ মার্চ) আইনি নোটিশ প্রদান করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত