বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

দুয়াকে নিয়েই সারাক্ষণ

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৬:২৩ এএম

মা হওয়ার পর আর পাঁচটা মায়ের মতোই দুশ্চিন্তায় থাকতে হয় দীপিকা পাড়ুকোনকে। সম্প্রতি আবুধাবিতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। সেখানে তাকে পেশাগত ও ব্যক্তি জীবনের নানা বিষয় শেয়ার করতে দেখা গেছে। মানসিক স্বাস্থ্যের যত্ন থেকে শুরু করে দুয়ার মা হিসেবে অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তিনি। কন্যা দুয়ার বয়স এখন সবে ৬ মাস। মেয়েকে নিয়ে ভীষণ সাবধানী দীপিকা। ধীরে ধীরে মেয়েকে নিয়ে একটু বাড়ির বাইরেও বের হচ্ছেন। তবে মনে ভয় থাকে সবসময়। বিমানবন্দর থেকে ডাক্তারের চেম্বারের বাইরে, মেয়েকে সবসময় বুকে আগলে রাখেন অভিনেত্রী। তাই তিনি মনে করেন মনের শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দীপিকা বলেন, ‘আমার বাচ্চা কখন থুতু ছিটানো বন্ধ করবে বা এই জাতীয় প্রশ্ন গুগলে খুঁজেছিলাম। এখন সারাক্ষণই মেয়ের কথা ভাবতে থাকি।’

পেশা নিয়ে দীপিকা বলেন, ‘আমার বাবা আমাকে বলেছিলেন তুমি যাই করো না কেন, মানুষ তোমাকে সেই মানুষটা হিসেবেই মনে রাখবে, যেটা হিসেবে তুমি পরিচিত। তাই আমার ক্ষেত্রে যাই করি না কেন, আমি চাই সেই মানুষ হিসেবেই মানুষের মনে থেকে যেতে। যেমনটা আমি একটা সময় ছিলাম।’

মাতৃত্বের এই সময়টা দীপিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কথায়, এটা জীবনের নতুন রূপ। একজন সাধারণ মায়ের যেমন হয়ে থাকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত