মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

তুমি শুধু তোমারই মতো...

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৬:২৩ এএম

আবারও নতুন শিল্পীর সঙ্গে জুটি বাঁধলেন গায়ক আসিফ আকবর। ‘তুমি শুধু তোমারই মতো’ শিরোনামর একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সঙ্গে ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার বিজয়ীদের একজন জ্যোতি।

মেহেদী হাসান লিমনের কথায় গানটিতে সুর দিয়েছেন নাজির মাহমুদ। সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। ইয়ামিন ইলানের ভিডিও পরিচালনায় গানটিতে জ্যোতির সঙ্গে মডেল হয়েছেন তারেক জামান। আছে আসিফ আকবরের উপস্থিতিও। আসিফ আকবর বলেন, জ্যোতি আমাদের কুমিল্লার মেয়ে। সেখান থেকেই জানাশোনা। অসম্ভব মেধাবী সে। একই সঙ্গে নাচ, গান ও অভিনয়ে পারদর্শী। ওর চমৎকার গায়কি আমাকে মুগ্ধ করে। আমার বিশ্বাস ও একদিন বাংলা সংগীতের আকাশে জ্বলজ্বলে তারা হবে। উচ্ছ্বসিত জ্যোতি বলেন, আসিফ আকবরের সঙ্গে এত চমৎকার গান করতে পারা আমার কাছে সৌভাগ্যের। যার গান শুনে বেড়ে ওঠা, তার সঙ্গে গান করা আনন্দের। রেট্রো মিউজিকের ব্যানারে নির্মিত এই গানটি প্রকাশ পেয়েছে আসিফ আকবরের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত