রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের ক্রিকেট থেকে অনেক দূরে সাকিব আল হাসান। গত ৮-১০ মাস ধরে তিনি দেশেও ফিরতে পারেন না। তবে খোঁজ খবর ঠিকই রাখেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় সরব হলেন সাকিব। জানালেন বিদায়ী শুভেচ্ছা।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সাকিব লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন্ আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং আপনার নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।’
উল্লেখ্য, গতকাল বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন মাহমুদউল্লাহ। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট খেলে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ। এরপর ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে সিরিজ শেষে টি–টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক অবসর নেন। শুধু ওয়ানডেতেই খেলে যাচ্ছিলেন। কিন্তু তার পারফর্মেন্স দলকে স্বস্তি দিতে পারেনি। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে বাজে পারফর্মেন্স করে তিনি দেশে-বিদেশে সমালোচিত হন।
জাতীয় দলের হয়ে লোয়ার মিডল অর্ডারে নেমে ২৩৯ ওয়ানডে খেলে ৩৬.৪৬ গড় আর ৭৭.৬৪ স্ট্রাইকরেটে ৫ হাজার ৬৮৯ রান করেছেন মাহমুদউল্লাহ। এই ফরম্যাটে তার সেঞ্চুরি ৪টি, ফিফটি ৩২টি, সর্বোচ্চ অপরাজিত ১২৮। বল হাতে এই ফরম্যাটে ৮২টি উইকেটও নিয়েছেন মাহমুদউল্লাহ। ৪ রানে ৩ উইকেট তার সেরা বোলিং ফিগার। এছাড়া ৫০ টেস্টে ৩৩.৪৯ গড়ে ২ হাজার ৯১৪ রান আর ১৪১ টি-টোয়েন্টিতে ২৩.৫০ গড়ে করেছেন ২ হাজার ৪৪৪ রান।