মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সমর্থন না পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রোনালদো

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১২:০৬ পিএম

পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ফুটবলে কী দুর্দশাটাই না চলছে। গত ২২ বছর ধরে তারা কোনো বিশ্বকাপ জিততে পারেনি। চলতি বিশ্বকাপ বাছাইপর্বেও তাদের পারফর্মেন্স প্রশংসা করার মতো নয়। দেশের ফুটবলকে মূলধারায় ফেরাতে উদ্যোগী হয়েছিলেন কিংবদন্তি রোনালদো নাজারিও। কিন্তু পরিস্থিতি বদলে গেছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি পদে নির্বাচন করতে গিয়েও সরে দাঁড়িয়েছেন রোনালদো।

গতকাল বুধবার হঠাৎ করেই নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন রোনালদো। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আঞ্চলিক ফেডারেশনগুলোর কাছ থেকে প্রত্যাশিত সমর্থনের অভাবে তার এই সিদ্ধান্ত। ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি টুইটারে লিখেছেন, ‘সিবিএফের আগামী নির্বাচনে আমি সভাপতি পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু এখন আমি আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাহার করছি।’

ব্রাজিলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বকারী ২৭টি আঞ্চলিক ফেডারেশনের মধ্যে ২৩টিই নাকি রোনালদোকে সমর্থন দেয়নি। পরিবর্তে তার বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজকে সমর্থন দেবে। হতাশ রোনালদো তাই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন, এমন বেশির ভাগ মানুষ মনে করেন যে (ব্রাজিলের) ফুটবল ভালো মানুষদের হাতেই আছে।’

এর আগে গত ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ রোনালদো লিখেছিলেন, ‘আমি প্রকাশ্যে ঘোষণা করেছিলাম যে, সিবিএফের আগামী নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। কিন্তু আমি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তার অভাব নিয়ে উদ্বিগ্ন বোধ করছি, যা কি না নির্বাচনের নিরপেক্ষতা ও বৈধতার সঙ্গে আপস করতে পারে।’

সিবিএফের বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের মার্চে। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে সিবিএফের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। রোনালদো সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় আপাতত রদ্রিগেজের রাস্তা পরিষ্কার। উল্লেখ্য, দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইয়ে বর্তমানে ১০ দলের মধ্যে ৫ নম্বরে আছে ব্রাজিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত