সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

এবার মুখ খুললেন মাহমুদউল্লাহর স্ত্রী

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১২:৪০ পিএম

ওয়ানডে থেকে মুশফিকুর রহিম অবসর নেওয়ার পর ফেসবুক পোস্টে বিতর্কের জন্ম দিয়েছিলেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসরের পর ফেসবুকে সরব হলেন তার স্ত্রী তথা মন্ডির বোন জান্নাতুল কায়সার মিষ্টি। তার আবেগঘন পোস্ট ছুঁয়ে গেছে সবাইকে।

ফেসবুকে মিষ্টি লিখেছেন, ‘সবকিছুর শেষ আছে, কিন্তু এটা আমাদের জন্য বিশ্বাস করা কঠিন যে, তোমাকে আর লালসবুজ জার্সিতে দেখা যাবে না। ২০০৭-২০২৫, অনেক স্মৃতি আছে মনে রাখার মতো। বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকানোর পর আমার জন্য তোমার সেই উদযাপন ছিল সেরা উপহার, আমি তোমার উত্থান-পতনে সঙ্গে ছিলাম, আলহামদুলিল্লাহ, আমি এখনও তোমার সঙ্গে আছি! তুমি আমার প্রিয় ক্রিকেটার, আমার নায়ক এবং তুমি এমনটাই থাকবে চিরকাল। আমি তোমাকে আমার বলতে পেরে গর্বিত, যিনি নিষ্ঠা, সততা এবং ভালোবাসার সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছেন, মাশাআল্লাহ।’

১৮ বছরের ক্যারিয়ারে ২৩৯ ওয়ানডে খেলে ৫ হাজার ৬৮৯ রান করা মাহমুদউল্লাহ এই ফরম্যাটে ৪টি সেঞ্চুরিই হাঁকিয়েছেন আইসিসির টুর্নামেন্টে। এর মধ্যে ২০১৫ বিশ্বকাপে দুটি, একটি ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সর্বশেষ ২০২৩ বিশ্বকাপে। বাংলাদেশের ক্রিকেটে মাহমুদউল্লাহ যেমন অনেক ম্যাচ জিতিয়েছেন, বিপদে হাল ধরেছেন, তেমনই অনেক সহজ জয় হাতছাড়াও করেছেন। সর্বশেষ কয়েকটি বছর কাটিয়েছেন সমালোচনার মাঝে।

মিষ্টি আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মানুষের কাছে তুমি যে পরিমাণ ভালবাসা ও সম্মান পেয়েছ তা অপরিসীম। আমরা ধন্য। মাশাআল্লাহ। আমি “এমআর৩০” ভক্তদের কাছে কৃতজ্ঞ। তোমার উত্তরাধিকার তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ। তোমার জীবনের নতুন অধ্যায়ে আমরা আরও বেশি পারিবারিক সময় কাটাতে পারব ইনশাআল্লাহ, যা আমরা গত ১৭ বছর ধরে মিস করেছি! পরিশেষে, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ! আল্লাহ আমার পরিবারের মঙ্গল করুন এবং কুদৃষ্টি থেকে রক্ষা করুন। আমিন।’

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত